১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:২৭

চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশ বিকালে

চট্টগ্রামে আজ শনিবারের মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে তৎপরতা চালাচ্ছে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। মহাসমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। সমাবেশটি ঐতিহ্যবাহী লালদীঘির ময়দানে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে চট্টগ্রাম বিএনপির কার্যালয় নাসিমন ভবনে অনুমতি দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সমাবেশে চলবে।

জানা গেছে, ২০-দলীয় জোটের শরিক ও ঐক্যফ্রন্ট থেকে জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

সিএমপির উপ-কমিশনার (বিশেষ শাখা) আবদুল ওয়ারিশ খান বলেন, ২৫ শর্তে ঐক্যফ্রন্টকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। শর্ত ভঙ্গ কিংবা কোনো ধরনের নাশকতার ঘটনা করলে যে কোনো সময় অনুমতি বাতিল করা হবে।’

নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রামে এটি দ্বিতীয় সমাবেশ। সমাবেশে জোটের প্রধান ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ সিনিয়র নেতাদের যোগ দেয়ার কথা রয়েছে।

নগর বিএনপির সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, ২১ অক্টোবর লালদীঘি ময়দানে সমাবেশ করার জন্য প্রশাসনের কাছে অনুমতির জন্য আবেদন করা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশের পক্ষ থেকে আমাদের ফোন করে বলা হয়েছে, লালদীঘি ময়দান নয়, নাসিমন ভবন আমাদের পার্টি অফিসের সামনে সমাবেশ করা যাবে। অনুমতি পাওয়ার পরপরই আমরা সমাবেশ সফল করার প্রস্তুতি শুরু করি।

এদিকে, অনুমতি পাওয়ার পর পরই ঐক্যফ্রন্টের চট্টগ্রামের নেতারা বেলা সাড়ে ১১টায় দিকে প্রস্তুতি সভা করেন নাসিমন ভবন বিএনপির দলীয় কার্যালয়ে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহানসহ বিএনপি, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও নাগরিক ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

পরে বিকাল ৩টায় বিএনপির বিভাগীয় নেতাদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেন বিএনপি। মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, আমানউল্লাহ আমান, মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এসএম ফজলুল হক, জয়নাল আবেদিন ফারুক, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল, গাজী শাহজাহান জুয়েল, মীর হেলাল প্রমুখ।

বিকাল ৫টার দিকে চট্টগ্রাম মহানগর বিএনপি নেতারা নাসিমন ভবনে প্রস্তুতি সভা করেন। এতে নগর বিএনপির ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড ও ১৫টি থানার নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা নেতারা পৃথক প্রস্তুতি সভা করেন।

প্রকাশ :অক্টোবর ২৭, ২০১৮ ৯:৩৫ পূর্বাহ্ণ