১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৫

৮০ প্রেক্ষাগৃহে ‘মাতাল’-এর শুভমুক্তি

সাইমন-অধরা অভিনীত ‘মাতাল’ ছবিটি আজ শুক্রবার সারা দেশের ৮০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ‘মাতাল’ ছবিতে সাইমন সাদিক নতুন রূপে হাজির হতে যাচ্ছেন। তার চরিত্রের নাম রানা। কঠিন হৃদয়ের রানাই একদিন প্রেমে পড়েন। আর তার প্রেমিকার নাম পারিশা (অধরা খান)। নানা ঘটনার মধ্য দিয়ে আগাতে থাকে গল্প।

ছবির প্রযোজক শরীফ চৌধুরী বলেন, দর্শকদের বলব আপনার পাশের প্রেক্ষাগৃহেই শুক্রবার থেকে ছবিটি প্রদর্শিত হবে ছবিটি। আপনারা দেশীয় ছবি দেখুন। চলচ্চিত্রের পাশে থাকুন। সিনেমা দেখে সমালোচনা করুন।

সাইমন সাদিক ছবিটি নিয়ে বলেন, নির্মাতা শাহীন সুমন ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। উনি সব সময়ই ভালো কাজ করেন। আর এটা আমার অভিনীত ২১তম ছবি। আশা করি, সকলের ভালো লাগবে।

শাহীন সুমন পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, জয়রাজ, শিপন মিত্র, অরিন প্রমুখ।

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৮ ১১:০৪ পূর্বাহ্ণ