১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৩১

জর্ডানে হঠাৎ বন্যায় স্কুল বাস সমুদ্রে, নিহত ১৮

জর্ডানে হঠাৎ বন্যায় একটি স্কুল বাস সমুদ্রে পড়ে ১৮ শিক্ষার্থী নিহত ও ৩৫ জন গুরুতর আহত হয়েছেন। টানা বৃষ্টির কারণে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, কয়েকদিন ধরে জর্ডানে অনেক বৃষ্টিপাত হচ্ছে। বাসটি আকস্মিক বন্যার পানিতে ভেসে গিয়ে ডেট সি তে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার পর শিক্ষার্থীদের উদ্ধারে হেলিকপ্টার পাঠিয়েছে ইসরাইল। ইজরাইলের সামরিক সূত্রে জানানো হয়, জর্ডান সরকারের অনুরোধে উদ্ধার তৎপরতার জন্য তারা একাধিক হেলিকাপ্টার পাঠিয়েছে।

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৮ ৯:২৩ পূর্বাহ্ণ