খুলনায় এনসিএলের ম্যাচ খেলছিলেন সৌম্য সরকার। সেখানে থেকেই ছুট দিলেন চট্টগ্রামে। তৃতীয় ওয়ানডের দলে ডাকা হয়েছে তাকে। দল থেকে কাউকে বাদ দেওয়া হয়নি শুধু যোগ করা হয়েছে সৌম্যর নাম। জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ টাইগাররা। শেষ ম্যাচে তাই কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে পারে দল। আর তাই ঘরোয়া লিগে দারুণ ফর্মে থাকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করা সৌম্যকে দলে ডাকা।
প্রথমে মনে হয়েছিল শেষ ম্যাচে ইমরুল-লিটনদের কাউকে বিশ্রাম দিয়ে সৌম্যকে নামানো হতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইনজুরি থেকে সেরে ওঠা মুশফিকও বিশ্রামে থাকতে পারেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানান, সৌম্যকে ওপেনিংয়ের জন্য দলে ডাকা হয়নি। বরং বাংলাদেশ দলে পূরণ করার মতো বেশ কিছু জায়গা আছে। যেমন তিন ও সাত নম্বর পজিশন। সৌম্য ওই জায়গাগুলোয় কেমন করেন তা দেখতে তাকে দলে ডাকা।
বাংলাদেশ ওয়ানডে সিরিজের দলে ডাক পান ফজলে রাব্বিকে। বাংলাদেশ দলে তার অভিষেকও হয়। কিন্তু দুই ম্যাচেই শূন্য করে ফেরেন তিনি। সাকিবের বদলে তিনে ব্যাটে নেমে পুরোপুরি ব্যর্থ রাব্বি। সৌম্যকে তাই তিনে কেমন করেন দেখতে পারে দল। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনে নেমেই সেঞ্চুরি করেন সৌম্য। এছাড়া বাংলাদেশ দল সাত নম্বরে একজনকে স্থায়ী করার জন্য পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। সাইফউদ্দিন সেখানে শেষ দুই ম্যাচে ভালোই করেছেন। তবে সৌম্যকে আবার সাতে সুযোগ দিয়ে দেখতে পারে দল।
প্রধান নির্বাচক বলেন, ‘আমাদের সাতে আসলে কেমন খেলোয়াড় দরকার সেটা ভালো করে বুঝে দেখা দরকার। আমাদের ব্যাটিং অলরাউন্ডার দরকার নাকি বোলিং অলরাউন্ডার সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছি আমরা। সৌম্য বোলার হিসেবে বেশ ভালো উন্নতি করেছে। এছাড়া ধারাবাহিক রান করছে সে। এটা আমাদের দৃষ্টিতে এসেছে।’
ক্রিকবাজের পক্ষ থেকে সৌম্যর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দলের চিন্তার সঙ্গে, লক্ষ্যের সঙ্গে যদি মেলে তবে আমি যেকোন পজিশনে ব্যাট করতে প্রস্তুত আছি। নিকট অতীতে আমি নিচে ব্যাট করেছি। তবে আমি ওপরে ব্যাটিং করতেই বেশি উপভোগ করি। এছাড়া বোলিংটা ভালো করার দিকে আমি আলাদাভাবে জোর দিয়েছি।’
বাংলাদেশ আগামীকাল শুক্রবার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ খেলবে। এই ম্যাচের একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। এর আগে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি জানান, আবু হায়দার রনি এশিয়া কাপে এক ম্যাচ খেলেই বসে আছে। তাকে সুযোগ দেওয়া দরকার। আরিফুল হক অনেক দিন দলের সঙ্গে আছেন তার দলে সুযোগ দেওয়া উচিত। সেই ‘উচিত’ হয়ে ওঠা কাজগুলো তৃতীয় ওয়ানডে ম্যাচে প্র