১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

‘বেলাশেষে’ এর পর ‘বেলাশুরু’

টলিউডের জনপ্রিয় ছবি ‘বেলাশেষে’। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। ছবিটি পরিচালনা করেছিলেন জনপ্রিয় নির্মাতা জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। এবার তারা নির্মাণ করছেন ‘বেলাশুরু’। বুধবার এ ঘোষণা দিয়েছেন তারা।

ছবির প্রথম ঝলকও প্রকাশ করা হয়েছে। ‘বেলাশেষে’র অভিনয়শিল্পীরাই মূলত এ ছবিতে অভিনয় করবেন। ওই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত। তারা ছাড়াও ‘বেলাশুরু’তে থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, মনামী ঘোষ, শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।

শুটিং শুরু হবে নভেম্বরে। পরিচালক শিবপ্রসাদ বললেন, আগামী ৩০ নভেম্বর থেকে শুটিং শুরু করব আমরা। কলকাতা, শান্তিনিকেতন এবং বাংলাদেশে শুটিং হবে। নিখাদ প্রেমের গল্প নিয়ে এই সিনেমা।

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৮ ১০:৪৬ পূর্বাহ্ণ