১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

চ্যাম্পিয়ন্স লিগ

শিরোপাপ্রত্যাশী বার্সেলোনা আজ রাতে নিজেদের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে খেলতে নামবে। চোটের কারণে এই ম্যাচে থাকবেন না বার্সা অধিনায়ক লিওনেল মেসি। দিনের অন্য ম্যাচে নাপোলির বিপক্ষে খেলবে প্যারিস সেইন্ট জার্মেইঁ। এছাড়াও ঘরের মাঠে রেডস্টার বেলগ্রেডকে আতিথ্য দেবে লিভারপুল।

মেসি গত রবিবার সেভিয়ার বিপক্ষে ডান হাতের রেডিয়াল হাড়ে চির নিয়ে মাঠ ছাড়েন। তার আগ পর্যন্ত এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। এই চোটের জন্য তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন মেসি। ফলে ইন্টার মিলান ছাড়াও আরও চার ম্যাচে তাকে পাবে না বার্সা।

ইন্টার মিলান অধিনায়ক মাউরো ইকার্দির অভিমত এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাঁচবারের ব্যালন ডি অ’র জয়ীর অনুপস্থিতি নিশ্চিতভাবেই কাতালানদেরকে কমজোরি করে তুলবে। তিনি বলেন, ‘তার অনুপস্থিতি বড় একটা ক্ষতি। এর মানে দাঁড়ায় আমরা তাদের সঙ্গে সমানে সমান লড়াই করতে পারবো কারণ তাদের সাথে লড়াই করার মতো দক্ষতা আমাদের আছে।’

তবে মেসির মুখোমুখি হওয়ার সুযোগ হারানোর ফলে কিছুটা হতাশ আর্জেন্টাইন ফরোয়ার্ড। তিনি বলেন, ‘মেসির না থাকাটা দুঃখজনক কেননা তার মতো বড় খেলোয়াড় যে কি না বিশ্বসেরাদের মধ্যে অন্যতম, তার বিপক্ষে খেলতে পারাটা দারুণ ব্যাপার।’

বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তোমিউ অবশ্য মনে করেন মেসিকে ছাড়াও তার দল যথেষ্ট লড়াই করার ক্ষমতা রাখে। তিনি বলেন,‘লিওকে ছাড়াও আমরা বেশ প্রতিযোগিতাপূর্ণ এবং এগিয়ে যাওয়াটাই এখানে গুরুত্বপূর্ণ। আমাদেরকে অবশ্যই জিততে হবে এবং নিজেদেরকে তৈরি রাখতে হবে। নিজেরা কেমন পরিস্থিতিতে আছে তা সম্পর্কে খেলোয়াড়রা সচেতন আছে।’

বার্সা মিডফিল্ডার ইভান রাকিটিচ দলের সবচেয়ে বড় তারকার অনুপস্থিতিতে দলীয় প্রয়াসে জোর দিচ্ছেন। সামর্থ্যের সেরাটা দেয়ার জন্যেও দলকে আহ্বান জানিয়েছেন তিনি। বার্সার এই ক্রোয়াট মিডফিল্ডার বলেন, ‘লা লিগা একটু পাগলাটে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের চাহিদা থাকে সেরাটাই। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং দল হিসেবে খেলতে হবে।’

ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি অন্য ম্যাচে এদিন নাপোলির মুখোমুখি হবে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচেই পাঁচ গোলের ব্যবধানে জেতায় ফেভারিট হিসেবেই শুরু করবেন নেইমার-এমবাপেরা। তবে ছেড়ে কথা বলবে না ইতালীয় লিগের দ্বিতীয় স্থানে অবস্থান করা নাপোলিও। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে লিভারপুলকে হারিয়েছিল কোচ কার্লো অ্যানচেলত্তির দলটি। সেই ম্যাচে পাওয়া অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে পিএসজি বধে চোখ থাকবে নাপোলির।

এদিকে নিজেদের মাঠে রেড স্টার বেলগ্রেডকে হারিয়ে দুঃসময়কে পেছনে ফেলতে চাইবে লিভারপুল। সময় তেমন ভালো যাচ্ছে না কোচ য়ুর্গেন ক্লপের দলের। চেলসির কাছে হেরে কারাবাও কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর আরও তিন ম্যাচে জয়বঞ্চিত ছিল অল রেডরা। তবে শনিবার মোহামেদ সালাহর একমাত্র গোলে হাডার্সফিল্ডকে হারিয়ে সে জয়খরা কাটিয়েছে গেলবারের রানার্সআপরা। সেই জয়কে টনিক ধরে এই ম্যাচ থেকেও জয় তুলে নিতে চাইবে ক্লপের শিষ্যরা।

প্রকাশ :অক্টোবর ২৪, ২০১৮ ৫:৩৩ অপরাহ্ণ