ঢাকায় আসছেন বলিউডের অন্যতম অভিনেত্রী মনীষা কৈরালা। ৮ নভেম্বর বাংলা একাডেমিতে বসছে সাহিত্যের অন্যতম আন্তর্জাতিক আসর ‘ঢাকা লিট ফেস্ট’। এ উৎসবেই উপস্থিত হয়ে নিজের জীবনের গল্প শুনাবেন এ অভিনেত্রী।
মনীষা তার অভিনয় জার্নি ছাড়া ও ক্যানসারের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার এক মানবিক গল্প তুলে ধরবেন বলে জানান আয়োজক কমিটি। ইতোমধ্যে মনীষা তার জীবনের প্রথম গ্রন্থ ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’ প্রকাশের ঘোষণা দিয়েছেন। ঢাকা লিট ফেস্টে তিনি তার বই ও জীবন নিয়ে দুই ঘণ্টার একটি বিশেষ সেশনেও অংশ নেবেন বলে জানা গেছে।
এবারের ‘ঢাকা লিট ফেস্ট’ উৎসবে বিশ্বের অনেক নামজাদা সাহিত্যিকের সঙ্গে অংশ নেওয়ার কথা। আরও অংশ নেয়ার কথা রয়েছে ভারতের নারীবাদী লেখক ও অভিনেত্রী নন্দিতা দাসেরও।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

