রাজধানীর গুলশানের সিলভার টাওয়ারে আগুন লেগেছে। বুধবার দুপুর ২টায় গুলশান-১ নম্বরের ৫২ নম্বর সিলভার টাওয়ারের ১০ তলায় এ আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের ধারণা আগুন ভয়াবহ। আর ভবনের উচ্চতা দীর্ঘ হওয়ায় ১০টি ইউনিট পাঠানো হয়েছে। সিড়িবাহী গাড়িও পাঠানো হয়েছে।
রাজধানীর গুলশানের সিলভার টাওয়ারটি মোট ১৩ তলা।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

