১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২২

চট্টগ্রামে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল

ঢাকায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শেষে কাল সিরিজের বাকি দুই ম্যাচের ভেন্যু চট্টগ্রামে পা রেখেছে সফরকারী জিম্বাবুয়ে ও স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার বিকেলে একই ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে দু’দল।

এরপর কঠোর পুলিশ পাহারায় দু’দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিয়ে আসা হয় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন হোটেল রেডিসন ব্ল–’তে। এখানেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ম্যাচ ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সকাল ৯টায় বাংলাদেশ ও দুপুর দেড়টায় জিম্বাবুয়ের অনুশীলনে নামার কথা রয়েছে।

এদিকে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের টিকিট বিক্রি আজ সকাল থেকে শুরু হবে বলে জানিয়েছেন বিসিবি’র চট্টগ্রাম ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল। তিনি জানান, এমএ আজিজ স্টেডিয়াম কাউন্টার ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন বিটাক মোড়ের কাউন্টার থেকে টিকিট দেয়া হবে আজ থেকে।

ইউসিবি ব্যাংকের ইউক্যাশের মাধ্যমে অনলাইনেও টিকিট কাটা যাবে। টিকিটের দাম পূর্ব ও পশ্চিম গ্যালারি যথাক্রমে ১০০ ও ১৫০ টাকা। আন্তর্জাতিক গ্যালারি ৫০০ টাকা। আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

প্রকাশ :অক্টোবর ২৩, ২০১৮ ৫:০৮ অপরাহ্ণ