১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২২

চাপের মুখেও আত্মবিশ্বাসী রিয়াল কোচ

সময়টা মোটেও ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মদ্রিদের। শেষ পাঁচটি ম্যাচের চারটিতে হেরেছে তারা। এরইমধ্যে গুঞ্জন উঠেছে, বিশ্বকাপের সময় নাটকীয়ভাবে কোচ নিয়োগ করা লোপেতেগিকে বরখাস্ত করতে চলেছে ক্লাব। তবে চাপে থাকা রিয়াল কোচ হুলেন লোপেতেগি বুঝিয়ে দিলেন, তিনি লড়াই চালিয়ে যাবেন। মঙ্গলবার, চ্যাম্পিয়ন্স লিগে চেক প্রজাতন্ত্রের দল ভিকটোরিয়া প্লাজেনের বিরুদ্ধে নামছে উদ্বেগের মধ্যে থাকা রিয়াল।

সাংবাদিক সম্মেলনে এসে লোপেতেগি সেই উদ্বেগের চিহ্নমাত্র দেখাননি। তিনি বলেন, ‘‘আমার কাছে পরিস্থিতিটা আগের সব ম্যাচের মতোই। যেভাবে নিজেদের দায়িত্ব সামলেছি আগে, সে ভাবেই এই ম্যাচেও কাজ করে চলেছি। সেটাই শুধু আমার নিয়ন্ত্রণে আছে।’’

এখানেই না থেমে তিনি ঘোষণা করে দিয়েছেন, ‘‘যদি আপনারা পরাভূত কোন কোচকে দেখবেন মনে করে এখানে এসে থাকেন, তা হলে ভুল ভেবেছেন। কাল আমাদের একটি ম্যাচ রয়েছে এবং তাতে আমরা সম্পূর্ণ দায়বদ্ধতা এবং তীব্রতা নিয়ে খেলতে নামব। আমি এখন শুধুই ওই ম্যাচটা নিয়ে ভাবছি, অন্য কিছু নিয়ে নয়।’’

বিশ্বকাপের সময় স্পেনের কোচ থাকাকালীনই রিয়াল মাদ্রিদ বিতর্কিত ভাবে তাঁর নাম ঘোষণা করেছিল জিনেদিন জিদানের উত্তরসূরি হিসেবে। তার পরেই নাটকীয় ভাবে তাঁকে কোচের পদ থেকে সরিয়ে দেয় স্পেন ফুটবল ফেডারেশন।

লোপেতেগি নিজে বিশ্বাস করছেন না যে, মঙ্গলবারই তাঁর শেষ ম্যাচ। তিনি বলেন, ‘‘সব জায়গায় যেমন পড়ছি, তাতে মনে হচ্ছে আমাকে নিয়ে সিদ্ধান্ত হয়েই গেছে। তবে আমি বলে দিতে পারি, আমি শুধুই কোচের ভূমিকা নিয়ে ভাবছি। প্রতিপক্ষের শক্তি, দুর্বলতা বিশ্লেষণ করেছি, ম্যাচটার জন্য আমার দলকে তৈরি করার চেষ্টা করে গেছি।’’

তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করলে লোপেতেগির জবাব, ‘‘এই মুহূর্তটার কথা বলতে পারি, আমি এখনও কোচ হিসেবে বসে আছি। কালকের ম্যাচে আমি কোচ, এটুকুই বলতে পারি। বাকি কিছু নিয়ে বলতে পারব না।’’

প্রকাশ :অক্টোবর ২৩, ২০১৮ ৯:৩৯ পূর্বাহ্ণ