২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০৯

মেক্সিকোর দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘উইলা’

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘উইলা’। রবিবার এটি ক্যাটাগরি-৪ ঝড়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে। মার্কিন আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়।

মিয়ামি ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) সতর্ক বার্তায় বলা হয়, ‘অত্যন্ত ভয়ঙ্কর হারিকেন উইলা দ্রুতবেগে আরো শক্তিশালী হতে থাকায় জনজীবনের জন্য তা চরম হুমকি হয়ে উঠছে। মঙ্গলবার নাগাদ এটি দক্ষিণপশ্চিম ও পশ্চিম-মধ্য মেক্সিকোর বিভিন্ন অংশে আঘাত হানতে পারে। ঘণ্টায় ৯ কিলোমিটার গতিতে এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

ঝড়টি ক্রমেই শক্তিশালী হয়ে মেক্সিকোর দিকে ধেয়ে আসায় দেশটির সরকার তাদের উপকূলের বিভিন্ন অংশে সতর্কতা জারি করেছে।

প্রকাশ :অক্টোবর ২২, ২০১৮ ২:৪৮ অপরাহ্ণ