১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৭

আদমজী ইপিজেডে শ্রমিক-পুলিশের সংঘর্ষে আহত অর্ধশত

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের একটি গার্মেন্টসে শ্রমিকরা সোমবার সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে অবস্থান নিয়েছেন। এরইমধ্যে তাদের সঙ্গে পুলিশের দুই দফা লাঠিচার্জ হয়েছে। পুলিশের দাবি, শ্রমিকদের সাথে সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে শ্রমিকদের দাবি, পুলিশের লাঠিচার্জে তাদের ৪২ জন শ্রমিক আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৬টা ৫০ থেকে আদমজী ইপিজেডে অবস্থান নেন শ্রমিকরা। এতে শিমরাইল মোড় থেকে নারায়ণগঞ্জ সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে। উত্তেজিত শ্রমিকদের সাথে পুলিশের দুই দফা লাঠিচার্জ হয়েছে। শ্রমিকরাও পাল্টা ইট-পাটকেল ছুড়েছে। প্রায় ১০/১২টি গাড়ি ভাঙচুর করেছে শ্রমিকরা। এসময় একটি গাড়িতে আগুন দেয় তারা।

শিল্প পুলিশ-৪ এর এসপি জাহিদুল ইসলাম বলেছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

প্রকাশ :অক্টোবর ২২, ২০১৮ ১০:৫৯ পূর্বাহ্ণ