১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১১

৩৯ দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

৩৯টি অনিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট’ নামে আরেকটি নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোট আত্মপ্রকাশ করে। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ধারণ করে গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের চেয়ারম্যান লামিনাল ফিহা সংবাদ সম্মেলনে নতুন জোটের ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট গঠন করেছি। এই ফ্রন্টের শরিক রাজনৈতিক দলগুলো আমাকে চেয়ারপারসন নির্বাচিত করেছে। আমার সঙ্গে আরও ৩৮টি দল যোগ হয়েছে।

নবগঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের শরিক দলগুলো হলো- বাংলাদেশ হিউম্যান রাইটস পার্টি, জাতীয় গণসংগ্রাম পার্টি, কৃষক শ্রমিক পার্টি, বাংলাদেশ জনতা ফ্রন্ট, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগ, আমজনতা পার্টি, বাংলাদেশ সেবা দল, বাংলাদেশ মানব উন্নয়ন পার্টি, বাংলাদেশ সাধারণ পার্টি, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি, বাংলাদেশ উন্নয়ন পার্টি, ন্যাপ ভাসানী, ইউনিটি ফর বাংলাদেশ, ট্রাস্ট পার্টি, বাংলাদেশ আওয়ামী পার্টি, বাংলাদেশ ডেমোক্র্যাটিক পার্টি, বাংলাদেশ প্যারেন্ট পার্টি, প্রোগ্রেসিভ ডেমোক্র্যাটিক পার্টি, গণতান্ত্রিক ঐক্য, জাতীয় উলামা মাশায়েখ সমন্বয়ক ফ্রন্ট, খেলাফত সংগ্রাম পরিষদ, দাওয়াতুল মুসলিমিন বাংলাদেশ, হিন্দু মুসলিম যুক্তফ্রন্ট, জমিয়াতুল ওলামা ফ্রন্ট, ইসলামিক লিবারেল পার্টি, বাংলাদেশ গ্রামীণ পার্টি, লিবারেল পার্টি, বাংলাদেশ প্রোগ্রেসিভ পার্টি, বাংলাদেশ তৃণমূল পার্টি, সোনার বাংলা উন্নয়ন লীগ, কৃষক প্রজা পার্টি, স্বাধীন বাংলাদেশ পার্টি, মুক্তিযোদ্ধা নেতা লীগ, জাতীয় নেতা পার্টি, বাংলাদেশ মানববন্ধু পার্টি, ডেমোক্র্যাটিক পিপলস, তফসিলি ফেডারেশন, ন্যাশনাল প্রোগ্রেসিভ এবং আওয়ামী পার্টি বাংলাদেশ।

প্রকাশ :অক্টোবর ২০, ২০১৮ ১০:৫৭ পূর্বাহ্ণ