২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৮

ডিওডোরেন্টের দাগ তোলার উপায়

ব্যবহার করতে গিয়ে ডিওডোরেন্ট কাপড়ে লেগে দাগ পড়তেই পারে। সেটা তোলার রয়েছে উপায়।

জীবনযাপন-বিষয়ক ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে কাপড়ে থেকে ডিওডোরেন্টের দাগ তোলার কয়েকটি পন্থা এখানে দেওয়া হল।

দাগ তোলার সহজ উপায় হল কাপড়টি পানিতে ডুবিয়ে রাখা এবং হালকাভাবে দাগের স্থানটি ঘষে পরিষ্কার করা।

খেয়াল রাখতে হবে কাপড়টা যেন সম্পূর্ণ ভেজানো না হয়। এতে শুকানোর জন্য বাড়তি সময় লাগবে না। চাইলে বেবি ওয়াইপ্স বা ভেজা কাপড় দিয়ে দাগের অংশটা হালকাভাবে মুছে নিতে পারেন।

এছাড়াও নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে দাগ থেকে রক্ষা পাওয়া যায়।

– পোশাক পরার আগে ডিওডোরেন্ট ব্যবহার করুন। স্প্রে করার পরে তা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এতে কাপড়ে দাগ পড়ার সম্ভাবনা থাকবে না ।

– সব সময়ই যদি এমন দাগ পড়তে দেখেন তাহলে ডিওডোরেন্ট পরিবর্তন করুন। সাদা দাগ হয় এমন ডিওডোরেন্টের বদলে দাগ হয়না এমন ডিওডোরেন্ট ব্যবহার করুন।

প্রকাশ :অক্টোবর ১৯, ২০১৮ ৬:৪৩ অপরাহ্ণ