আগামী ৩১ অক্টোবর বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য পুরোপুরিভাবে উন্মুক্ত হচ্ছে। ভারতে ‘আয়রন ম্যান অব ইন্ডিয়া’ খ্যাত সরদার বল্লভভাইয়ের সম্মানে নির্মিত হয়েছে এই ভাস্কর্য। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘স্ট্যাচু অব ইউনিটি’ নামে ১৮২ মিটার (৬০০ ফুট) উঁচু রেকর্ড গড়া ওই ভাস্কর্যটির উদ্বোধন করবেন।
সরদার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি দেশটির স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আর এসবের স্বীকৃতিস্বরূপ প্রায় দুই হাজার ৯শ’ কোটি রুপি খরচ করে তার এই ভাস্কর্য তৈরি করা হলো গুজরাটে। রাজ্যটির আহমেদাবাদ শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে সাদু বেত এলাকায় এটি নির্মাণ করা হয়েছে।
এদিকে, দর্শনার্থীদের দেখার জন্য স্মৃতিস্তম্ভটিতে একটি গ্যালারি করা হবে। সেটির উচ্চতা হবে ১৯৩ মিটার। যাতে একসঙ্গে ২০০ জনকে অর্ন্তভুক্ত করা যাবে। এছাড়া বল্লভভাইয়ের স্মৃতিস্তম্ভটি সাদু বেত এলাকার প্রায় সোয়া তিন কিলোমিটার দূরে নর্মদা বাঁধের কাছে দৃশ্যমান।
এদিকে এটি উদ্বোধনের আগ পর্যন্ত ১২৮ মিটার উচ্চতা নিয়ে চীনের স্প্রিং টেম্পল ভাস্কর্য বিশ্বের শীর্ষে রয়ে