১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৫

দেবী’র সঙ্গী নায়ক

‘নায়ক’ ছবি মুক্তি নিয়ে জটিলতা যেন শেষ হচ্ছিল না। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ উঠে যাওয়ায় অবশেষ মুক্তি পাচ্ছে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এই ছবিটি।

আগামী ১৯ অক্টোবর জয়া আহসান অভিনীত আলোচিত ছবি ‘দেবী’র সঙ্গী হচ্ছে ‘নায়ক’।

‘নায়ক’ দেশের ৮০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও নবাগতা চিত্রনায়িকা অধরা খান।

অন্যদিকে কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে অনম বিশ্বাসের পরিচালনায় ‘দেবী’ ছবিটি। এই ছবিটি দেশের ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তির কথা জানিয়েছেন পরিচালক।

জয়া আহসানের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, অনিমেষ আইচ প্রমুখ।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘নায়ক’ ছবিটি। এর দুই সপ্তাহ পর ১২ অক্টোবর প্রযোজকের পক্ষ থেকে বড় পরিসরে ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিলে ‘মেঘকন্যা’ ছবির প্রযোজকের দায়ের করা মামলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় ছবিটির মুক্তি সম্ভব হয়নি।

সব ধরনের জটিলতা শেষে অবশেষে দ্বিতীয় দফায় মুক্তি পাচ্ছে ছবিটি।

প্রকাশ :অক্টোবর ১৭, ২০১৮ ৫:৫১ অপরাহ্ণ