১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় বাংলাদেশের এক ধাপ অবনতি

বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশের এক ধাপ অবনতি হয়েছে। ২০১৭ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৫ দেশের মধ্যে ১০২তম। আর ২০১৮ সালে ১৪০টি দেশের মধ্যে এক ধাপ পিছিয়ে ১০৩তম অবস্থানে রয়েছে।

প্রতিবেশী দেশ ভারত উন্নতি করলেও শ্রীলঙ্কা ও ভিয়েতনামের অবনতি হয়েছে। আর বাংলাদেশের অবস্থানের কাছাকাছি রয়েছে তাজিকিস্তান এবং নিচে রয়েছে পাকিস্তান ও নেপাল।

বৈশ্বিক প্রতিযোগিতা সূচক প্রতিবেদন-২০১৮ বুধবার বিশ্বব্যাপী প্রকাশ করা হয়েছে। ঢাকায় প্রতিবেদনটি প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ।

প্রকাশ :অক্টোবর ১৭, ২০১৮ ২:৫৯ অপরাহ্ণ