কিশোরগঞ্জে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় চারজনকে ফাঁসি ও ২১ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ এর বিচারক মুহাম্মদ আবু তাহের এ রায় দেন।
রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্তদেরকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সনের ২৪ আগস্ট করিমগঞ্জ উপজেলার লাখপুর গ্রামের নূরুল্লাহর একটি মোবাইল ফোন চুরি হওয়াকে কেন্দ্র করে তার পক্ষের লোকজনের সাথে চর দেহুন্দা গ্রামের আল আমীন ও তার লোকজনের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত কুবেদ মিয়া ও তার ভাতিজা জাকারুল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ব্যাপারে কুবেদ মিয়ার স্ত্রী সুজাতা আক্তার বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
ফাঁসির আসামিরা হলেন চর দেহুন্দা গ্রামের আলামিন, মিজানুর রহমান, নাজমুল ও স্বপন মিয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন দিদার, গিয়াস উদ্দিন সরকার, হাবিবুর রহমান হবি, দুলাল, ইসরাইল, জসিম উদ্দিন. রফিকুল ইসলাম মেম্বার, ইসলাম উদ্দিন, সাহাবুদ্দিন, আশরাফ উদ্দিন, কাঞ্চন মিয়া, কাঞ্চন (২), আলম, সেলিম, লোকমান, হারুন, সোহেল, আজাদ, রুকন, রতন ও শামীম। দণ্ডপ্রাপ্ত আসামি প্রত্যেকেই জেল হাজতে রয়েছেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, স্পেশাল পিপি অ্যাডভোকেট আতাউর রহমান ও এপিপি আব্দুস সালাম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী ও মহিউদ্দিন।