১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৮

সেলফি তুলতে গিয়ে ২৭তলা থেকে পড়ে গেলেন শিক্ষিকা (ভিডিও)

সেলফি তোলার সময় একটি বহুতল ভবনের ২৭তলার ব্যালকনি থেকে পড়ে গেছেন যুক্তরাষ্ট্রের পানামা সিটির এক শিক্ষিকা। পড়ে যাওয়ার সেই দৃশ্যের ভিডিওচিত্র পাশের একটি ভবন থেকে ধারণ করেছেন এক নির্মাণশ্রমিক। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক খবরে বলা হয়, ওই শিক্ষিকা ভবন থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি সম্প্রতি ভিলা দা আভে থেকে পানামা সিটিতে চলে এসেছিলেন। তিনি পানামা সিটিতে শিশুদের পড়াতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, ওই শিক্ষিকা ভবনের ব্যালকনিতে দাঁড়িয়ে সেলফি তোলার সময় প্রবল বাতাস হচ্ছিল। সেই বাতাসের ধাক্কায় তিনি নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শিক্ষিকার পড়ে যাওয়ার দৃশ্যটি ক্যমেরাবন্দী করেন ওই বহুতল ভবনের উল্টো দিকের একটি ভবন থেকে একজন নির্মাণশ্রমিক। সেই ভিডিওটি এক ব্যক্তি টুইটারে শেয়ার করার পর তা ছড়িয়ে পড়ে অন্যদের কাছে।

http://https://youtu.be/zLUCFgC7vmo

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৮ ৭:১১ অপরাহ্ণ