রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার এক নাগরিককে সাত কেজি সোনাসহ আটক করেছে ঢাকা কাস্টম হাউস। আটককৃত সোনার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
এ বিষয়ে ঢাকা কাস্টম হাউজের উপ কমিশনার অথেলো চৌধুরী গণমাধ্যমকে বলেন, সোনার চালান আসার খবর তারা আগেই পেয়েছিলেন। চ্যান গি কিয়ং (৪৭) নামে সে ব্যক্তি গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে তল্লাশি করা হয়।
কাস্টমস সূত্রে জানা গেছে, তার শার্টের নিচে স্যান্ডো গেঞ্জির ভেতরে একটি জ্যাকেট পাওয়া যায়। ওই জ্যাকেটের মধ্যে সাতটি ছোট ছোট পকেট থেকে কার্বন পেপারে মোড়ানো হলুদ টেপ প্যাঁচানো সাতটি সোনার বার ছিল। আটককৃত প্রতিটি বারের ওজন এক কেজি করে। আনুমানিক বাজার মূল্য সব মিলিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা।
চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক চ্যান গি কিয়ংকে সোমবার রাত ১০টায় মালিন্দো এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় নামেন।
এ ঘটনায় চ্যান গি কিয়ংকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তার নামে কাস্টমস আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।