হাতে মাত্র সাত মাস, তারপর শুরু হতে যাচ্ছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। তবে প্রথম সারির দলগুলি এখন থেকেই বিশ্বকাপকের প্রস্তুতিটা অনেকেটাই সেরে ফেলেছে৷ এশিয়া কাপ জিতে বিশ্বকাপের মহড়টা কিছুটা হলেও সেরে নিয়েছে ভারত৷
বর্তমানে ভারত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ খেলছে। এরপর নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটদের অগ্নিপরীক্ষা৷ ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ শুরুর আগে আরও কয়েকটি ওয়ানডে ম্যাচ পাবে ভারতীয় দল৷ চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলতে হবে সেই ম্যাচগুলোতেই৷ এবার একনজরে এবার দেখে নিন ভারতের পাঁচ ক্রিকেটার যাদের বিশ্বকাপ স্বপ্ন হয়ত শেষ-
১) রবিচন্দ্রন অশ্বিন-
ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে সুইং সহায়ক উইকেটে তিন পেসার বা চার পেসারের পথে হাঁটতে হবে কোহলিকে৷ সেক্ষেত্রে দুই স্পিনার খেলালে কোহলির পছন্দের তালিকায় এগিয়ে থাকবে কুলদীপ আর চাহাল৷
সেই তুলনায় অশ্বিন-জাদেজারা সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে জায়গা হারিয়েছেন৷ নতুনদের ভিড়ে দুই সিনিয়র স্পিনারের জায়গা হয়েছে টেস্ট দলে৷ জাদেজা তবুও ১৪ মাস পর ওয়ানডে দলে ফিরে এশিয়া কাপে বিপক্ষ ব্যাটসম্যানদের হাঁটু কাপিয়ে দিয়েছেন৷
তুলনায় অশ্বিন সাম্প্রতিক সময়ে সীমিত ওভারে আর সুযোগ পান না৷ শেষবার ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে খেলেছিলেন অ্যাশ৷ ফলে বলার অপেক্ষা রাখে না বিশ্বকাপের দল থেকে ছাঁটাই হতে পারেন দক্ষিণী এই স্পিনার৷
২) দীনেশ কার্তিক-
মিডল অর্ডারে এই কিপার ব্যাটসম্যান নিদাহাস ট্রফির নায়ক৷ সীমিত ওভারে অবশ্যই তার ব্যাটিং নজর কাড়ে৷ বিশেষ করে নিদাহাস ট্রফির ফাইনালে ৮ বলে তার ২৯ রানের ইনিংস তারিফযোগ্য৷ এরপর তারুণ্যে ভরপুর বিরাটের দলে জায়গা পাকা করতে কালঘাম ঝড়াতে হয়েছে দীনেশকে৷ বিশ্বকাপে ধোনি থাকছেন৷ বিকল্প কিপার হিসেবে টিমের থিঙ্কট্যাঙ্কে ঢুকে পড়েছে ঋষভের নাম৷
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ডাক পেয়েছেন ঋষভ৷ টুর্নামেন্টে ভাল পারফর্ম্যান্স পন্তকে অস্ট্রেলিয়া সফরের সীমিত ওভারের সিরিজের টিকিট পাকা করে দিতে পারে৷ বড়সড় কোন বদল না হলে বিশ্বকাপের দলে ঢোকা হচ্ছে না দীনেশের৷
৩) অজিংকা রাহানে-
ইংল্যান্ডের মাটিতে রাহানের মতো নির্ভরযোগ্য ব্যাটসম্যান অবশ্যই কোহলির দলে ব্যাটিং স্তম্ভ৷ কিন্তু চার নম্বরে তিনি সুযোগ পাবেন কিনা, তাতে অনেক সন্দেহ রয়েছে৷ ওপেনিংয়ে রোহিত-ধাওয়ান৷ তিনে বিরাট,চারে রাহুল বা কেদার যাদব৷ রাহানেকে রিপ্লেস করতে পারেন রাহুল৷
কারণ একটাই রাহানের চেয়ে দ্রুত ম্যাচের রঙ পাল্টে দিতে পারেন রাহুল৷ পাঁচে ধোনি, ছয়ে অলরাউন্ডার হার্দিক বা জাদেজা৷ ফলে রাহানের জায়গা এখনও কিন্তু পাকা নয়৷ তবে এখনও হাতে সাত মাস৷ অনেক অঙ্কই পাল্টে যেতে পারে এই কয়েক মাসে৷
৪)যুবরাজ সিং–
ভারতের হয়ে শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ছিলেন৷ সেটা ২০১৭ সালে৷ এরপর দলে অনেক বদল হয়েছে৷ মিডল অর্ডারে একাধিক নতুন মুখ৷ রাহুল, কেদার যাদব, আম্বাতি রায়ডু, মনীশ পাণ্ডেদের ভিড়ে যুবি এখন সুযোগ পাবেন এটা ভাবাটাও দিবাস্বপ্ন৷ দু’বারের বিশ্বকাপজয়ী ব্যাটসম্যানকে ২০১৯ বিশ্বকাপে হয়ত দলের বাইরেই থাকতে হতে পারে৷
৫) সুরেশ রায়না-
যুবরাজের মতো সুরেশ রায়নাও ওয়ানডে ক্রিকেটের কক্ষপথ থেকে অনেক দূরে৷ চলতি বছরে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেললেও বর্তমান দলে তার জায়গা সেভাবে পাকা নয়৷ দুই সফরেই কেদার যাদব না থাকায় সুযোগ পেয়েছিলেন রায়না৷ দলে ফিরে এশিয়া কাপটা দারুণ গেছে কেদারের। ফলে বিশ্বকাপের দলে জায়গা পাকা করতে ঘাম ঝড়াতে হবে রায়নাকে৷