সালমান খানের সঙ্গে জোরদার টক্কর শুরু হয়েছিল অমিতাভ বচ্চনের। যার ফলে অনেকের নজর ছিল সেই দিকে। কঠিন লড়াই। তবে শেষ হাসি হাসলেন বিগ বি।
একসঙ্গে ছবি রিলিজে যেমন লড়াই চলে অভিনেতাদের তেমনই লড়াই হয় ছোটপর্দায়ও। সালমান খানের সুপারহিট শো ‘বিগ বস-১২’র সঙ্গে তেমনই লড়াই ছিল কৌন বনেগা ক্রোড়পতির ৷ যখন শুরু হয় কেবিসি তখন সালমানের শো’র টিআরপি ছিল অনেক বেশি ৷ তারপর অনেকদিন কেটেছে দুটি শো’র ৷
তবে দুটি শোয়ের কিছু পার্থক্য ছিল। একটি চলে গোটা সপ্তাহ। অন্যটি চলে শুধুমাত্র শনি ও রবিবার । তাই দর্শকদের সামনে অনেক বেশি আসেন বিগ বি। শুরু থেকে কিছুটা দৌড়ে পিছিয়ে পড়লেও এখন চ্যানেলের তিন নম্বর অনুষ্ঠান কৌন বনেগা ক্রোড়পতি ৷ আর সেখানে সালমান খানের বিগ বস রয়েছে ১৯তম স্থানে ৷
বলাই বাহুল্য, বচ্চন ভক্তরা খুশি। একে তো প্রায় তিন বছর পর এই জনপ্রিয় অনুষ্ঠানটি নিয়ে এসেছেন অমিতাভ। তারপর শোয়ের এই সাফল্য। তবে স্ত্রিনের এই লড়াইয়ে সব থেকে বেশি লাভবান হচ্ছেন চ্যানেল কর্তৃপক্ষ। কারণ দুই মহা তারকার শো যতই আগে পিছে থাকুক না কেন, জনপ্রিয়তায় শীর্ষেই রয়েছে এই সব অনুষ্ঠানগুলো ৷