১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নেতা নিহত

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি (লাল পতাকা) শরিফ ওরফে ফরহাদ (৩৩) নিহত হয়েছেন। গতকাল রবিবার (১৪ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার দাইন্যা চৌধুরী মধ্যপাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত শরিফ সদর উপজেলার গালা গ্রামের মৃত চান মিয়া ওরফে নয়ন গাজীর ছেলে।

র‌্যাব-১২ সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলামের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে দাইন্যা চৌধুরী মধ্যপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থির দলের সদস্যরা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালালে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি ফরহাদ গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শরিফের বিরুদ্ধে টাঙ্গাইল থানায় হত্যা, ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানান ওই র‍্যাব কর্মকর্তা।

এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে র‍্যাবের পক্ষ থেকে।

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৮ ৯:৪৩ পূর্বাহ্ণ