১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

এবার কণ্ঠশিল্পী মোশাররফ করিম ও জুঁই!

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার অভিনীত নাটক মানেই যেন দর্শকদের জন্য বিনোদনের ভরপুর প্যাকেজ। মোশাররফ করিমের সঙ্গে তার স্ত্রী জুঁইও হয়ে উঠছেন অভিনেত্রী। নাটকে তিনিও এখন জনপ্রিয় মুখ। মোশাররফ করিম যে ভালো গান গাইতে পারেন সেটা তার ভক্তদের আগেই জানা।কারণ খালি গলায় অনেক নাটকে গান গাইতে দেখা গেছে এ তারকাকে।

এবার আনুষ্ঠানিকভাবে গানে কণ্ঠ দিলেন মোশাররফ করিম। সঙ্গে কণ্ঠ দিলেন তার স্ত্রী জুঁই ও অভিনেতা আহসান হাবীব নাসিম। একটি ধারাবাহিক নাটকের শীর্ষ সঙ্গীতে কণ্ঠ দিলেন তারা। এটি অভিনেতা রওনক হাসান পরিচালিত প্রথম ধারাবাহিক। নাম ‘বিবাহ হবে’।

টম ক্রিয়েশনস প্রযোজিত ধারাবাহিকের জন্য গানটি লিখেছেন রওনক হাসান ও নাওমি কামরুন বিধু। সুর-সঙ্গীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন। সম্প্রতি মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ হয়।

গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘রওনক হাসানের ইচ্ছেতেই এমনটি হলো। অভিনয়ের পাশাপামি আমি তো একজন গান পাগল মানুষ। হেরে গলায় প্রায় সময় গান গাওয়া হয়। তাই গানে কণ্ঠ দিতে খুব একটা সমস্যা হয়নি।’

গত ১৮ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক নাটকটির শুটিং শুরু হয়। টানা ১১দিন শুটিং শেষে এখন চলছে সম্পাদনার কাজ। এটি বাংলা ভিশনে প্রচার হবে বলে রওনক ইকরাম জানান।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, আহসান হাবিব নাসিম, বড়দা মিঠু, রোবেনা রেজা জুঁই, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, জয়রাজ, নমিরা, তারিক স্বপন, নাদিয়া, সুজাত শিমুল প্রমূখ।

প্রকাশ :অক্টোবর ১৩, ২০১৮ ৬:৩৫ অপরাহ্ণ