নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ।
সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (বসুন্ধরা) নবরাত্রি হলরুমে রাজনৈতিক নেতাদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি।
ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্যামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানী, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
এছাড়া ইফতার মাহফিলে ২০ দলীয় জোট নেতাদের মধ্যে ছিলেন- জামায়াতে ইসলামের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান (এলডিপি) ড. কর্নেল অলি আহমেদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) ডা. টি আইএম ফজলে রাব্বী চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গনি, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তুজা, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
জোটের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে ইফতারে অংশ নেন- বিকল্পধারা বাংলাদেশ-এর চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সদস্য মাহবুবুর রহমান পারভেজ, মাকসুদ এলাহী, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিব উন নবী সোহেল, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দ্বিপ, বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসাননুল হুদা প্রমুখ।
ইফতারের আগে দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এতে উপস্থিত সবার সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নেন।
দৈনিক দেশজনতা/এন আর