১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

বিশ্ব ডিম দিবসে আফ্রিদির ‘ডাক’

আন্তর্জাতিক ক্যারিয়ার জুড়ে যেমন প্রতিপক্ষ বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন, তেমনি মেরেছেন একের পর এক ‘ডাক’। মানে গোল্লা মেরে ফিরেছেন প্যাভিলিয়নে। এজন্য শহীদ আফ্রিদিকে অনেকে ‘ডাক মাস্টার’ হিসেবে বিদ্রুপও করে থাকেন। তবে গতকাল শুক্রবার আফ্রিদির ‘ডাক’ মারা একটু স্পেশাল হয়ে গেল! কারণ দিনটি ছিল বিশ্ব ডিম দিবস!

আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) পাকতিয়া প্যানথার্সের হয়ে মাঠে নেমেছিলেন এই পাকিস্তানি হার্ডহিটার। আন্তর্জাতিক ক্রিকেটকে অনেকদিন আগে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা কবে ছাড়বেন সেটা হয়তো আফ্রিদি নিজেও জানেন না। ম্যাচটিতে পাকতিয়া প্যানথার্স জিতলেও দলটির স্কোরবোর্ডে কোনো রান যোগ করতে পারেননি আফ্রিদি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার মতো ‘ডাক’ আর কোনো ক্রিকেটার মারেননি!

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে আফ্রিদির ‘ডাক’ সংখ্যা ৪৪। ৩৯৮ ওয়ানডেতে ‘ডাক’ মেরেছেন ৩০ বার। তার আগে শুধুমাত্র ‘মাতারা হারিকেন’ খ্যাত সনাথ জয়াসুরিয়া (৩৪) আছেন। টি-টোয়েন্টিতে ২৯টি ‘ডাক’ মেরেছেন তিনি। ২৭ টেস্ট খেলা আফ্রিদি ‘ডাক’ মেরেছেন ৬ বার। টেস্ট ক্যারিয়ার দীর্ঘ হলে হয়তো এই সংখ্যা আরও বাড়ত।

যাই হোক, শুক্রবার এপিএলের ম্যাচে ‘ডাক’ মারার পর আফ্রিদিকে নিয়ে হাসির রোল উঠেছে সোশ্যাল সাইটে। সবাই বলছেন, আফ্রিদি ‘ডাক’ মারার জন্য আর দিন পেলেন না! ডিম দিবসে তাকে কিনা ডাক মারতে হলো! কেউ বলছেন, আফ্রিদির এই ‘ডাক’ নাকি ডিম দিবসের শ্রদ্ধাঞ্জলি! তাছাড়া ‘ডাকমাস্টার’ হ্যাশট্যাগ দিয়েও এই হার্ডহিটারকে বিদ্রুপ করছে নেটিজেনরা।

প্রকাশ :অক্টোবর ১৩, ২০১৮ ৪:০২ অপরাহ্ণ