১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭

উত্তাল পদ্মায় বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ

ঘূর্নিঝড় তিতলির প্রভাবে গত ৩ দিন ধরে ঝড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় উত্তাল পদ্মায় লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

কিন্তু শনিবার সকাল থেকে ঝুঁকি নিয়ে সি-বোট চলাচল করছে।

দুপুর সাড়ে ১২ টা থেকে দূর্ঘটনা এড়াতে শিমুলীয়-কাঠালবাড়ী-মাঝিকান্দি নৌ-রুটে ছোট বড় সবধরনের লঞ্চ চলাচল কর্তৃপক্ষ বন্ধ করে দিলেও প্রভাবশালীদের নির্দেশে সিবোট চলাচল অব্যাহত রয়েছে।

জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে যাত্রীরা। যাত্রী এবং পরিবহন পারাপারের স্বার্থে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই ফেরি চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানিয়েছেন ফেরি কর্তৃপক্ষ ।

বিআইডাব্লিটি এর ট্রাফিক ইন্সপেক্ট মো. শাহদাত হোসেন জানান, শনিবার সকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও দুপুর সাড়ে ১২ টায় পদ্মা প্রচন্ড উত্তল হওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে ছোট-বড় সব ধরনের লঞ্চ । তবে এখনও সিবোর্ড চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রকাশ :অক্টোবর ১৩, ২০১৮ ৩:৩৬ অপরাহ্ণ