নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে বাসের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র নিহত হয়েছেন। মাসুদ আলম নামে ওই শিক্ষার্থী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির একজন নেতা। আজ সোমবার সকালে ওই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। নিহত মাসুদ আলম (২৬) বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনাবিষয়ক সহসম্পাদক।
মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের বাসিন্দা ছিলেন।
ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। তাঁদের একজন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা গবেষণাবিষয়ক সহসম্পাদক নিজাম উদ্দিন ও ঢাকা কলেজের ছাত্র রোমান ঢালী (২৩)।
দুর্ঘটনায় আহত নিজাম উদ্দিন জানান, তাঁরা যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় একটি মেসে থাকেন। কয়েক দিন আগে মাসুদ সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাত পান। পায়ের অস্ত্রোপচারের জন্য সকালে ওই তিনজন মোটরসাইকেলে করে ধানমণ্ডির একটি হাসপাতালে যাচ্ছিলেন। পথে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। এতে তাঁরা তিনজন গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মাসুদ মারা যান।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আবদুস সাত্তার জানান, দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতা নিজাম বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
দৈনিক দেশজনতা/এন আর