১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৬

ইউনিস খানকে কোচ হওয়ার প্রস্তাব জাপানের

অবসর নিলেও ক্রিকেটের সঙ্গেই থাকছেন ইউনিস খান। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন তিনি! তাকে কোচিংয়ের প্রস্তাব দিয়েছে জাপান। শোনা যাচ্ছে, সব কিছুই ঠিকঠাক; এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা।

ইউনিসকে জাপানের হয়ে প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আবিদ হোসাইন। পাকিস্তানি বংশোদ্ভূত এ জাপানি ব্যবসায়ী জানিয়েছেন, প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন স্টাইলিশ এ ব্যাটসম্যান।

পাকিস্তানের ফয়সালাবাদে জন্ম নেন আবিদ হোসাইন। এর পর পাড়ি জমান জাপানে। নানা সংগ্রামের মধ্য দিয়ে সেখানে নিজেকে বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি বলেন, আমি সবসময় চাই পাকিস্তানি খেলোয়াড়রা জাপানে আসুক। এতে করে এ দেশের ক্রিকেটভক্তরা অনুপ্রাণিত হবে। সেই ইচ্ছে থেকেই ইউনিসকে কোচ হওয়ার প্রস্তাব দেয়া।

এ ব্যবসায়ী জানান, জাপানের জাতীয় দল নেই। তবে এখানে ক্রিকেট বেশ জনপ্রিয়। ইউনিস খানকে মূলত টোকিও, হিরোশিমা ও নাগোয়ায় কোচিং ক্যাম্পে কাজ করার প্রস্তাব দেয়া হয়েছে।

প্রস্তাবে ইতিবাচক সাড়াও দিয়েছেন পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার। শিগগির এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি।

আবিদ হোসাইন বলেন, যোগাযোগ করা মাত্রই সাড়া দেন ইউনিস। প্রস্তাবটির ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৮ ৬:৩৬ অপরাহ্ণ