১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

ফের নতুন সম্পর্কে সুস্মিতা

ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন রয়েছে সুস্মিতা সেনকে নিয়ে। বলা হয়, বিভিন্ন সময়ে মোট ১০ জনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী। তার প্রেমিকের তালিকায় অভিনেতা থেকে শুরু করে ঠাই পেয়েছে ব্যবসায়ীরাও। সম্প্রতি নতুন করে আবারও এক ব্যক্তির সঙ্গে বিমানবন্দরে দেখা গেছে এই অভিনেত্রীকে। এতেই গুঞ্জন উঠেছে, তাহলে কি এবার ১১তম প্রেমের সম্পর্কে জড়ালেন ৪২ বছর বয়সী সুস্মিতা?

ভারতের বিনোদনমূলক ওয়েবসাইট বলিউড নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে এক ব্যক্তির সঙ্গে দেখা যায় সুস্মিতাকে। সেই ব্যক্তির এ সময় তাদের পাপারাজ্জিরা ঘিরে ধরলে কোনো মন্তব্য করেননি তিনি। উল্টো ক্যামেরার সামনে হাসিমুখে পোজে দিয়েই সেখান থেকে সরে যান তারা। সুম্মিতার সঙ্গে থাকা ওই ব্যক্তি কে, তা জানা যায়নি।

এদিকে বলিউডের একাধিক ওয়েবসাইটের খবর অনুযায়ী, অভিনেত্রী সুস্মিতার এখন পর্যন্ত ১০ জনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আর খোলামেলা সেই সম্পর্কের জন্যই বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। সুস্মিতার সঙ্গে যাদের নাম জড়িয়েছে তারা হলেন—

হৃত্বিক ভাসিন : মুম্বাইয়ের একাধিক নাইটক্লাবের মালিক হৃত্বিক ভাসিনের সঙ্গে সম্পর্কে জড়ান সুস্মিতা। কিন্তু, দুবছর পর হৃত্বিকের সঙ্গে ব্রেকআপ হয়ে যায় তার।

বিক্রম ভাট : শোনা যায়, ‘দস্তক’ এর শুটিংয়ের সময় সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কে জড়ান বিক্রম ভাট। বাঙালি কন্যার জন্য ওই সময় বিক্রমের বিয়েও ভেঙে যায়। যা নিয়ে সম্প্রতি মুখও খোলেন বিক্রম।

রণদীপ হুডা : বয়সে ছোট অভিনেতা রণদীপ হুডার সঙ্গেও এক সময় লিভ ইন করেছেন সুস্মিতা। ‘কর্মা’ শুটিংয়ের সময় ওই অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়ান প্রাক্তন মিস ইউনিভার্স।

ওয়াসিম আকরাম : শোনা যায়, একটি রিয়েলিটি শো তে একই সঙ্গে বিচারকের আসনে বসার পর সুস্মিতার প্রেমে পড়েন পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম। যদিও ‘ওয়াসিম ভালো বন্ধু ছাড়া অন্য কিছু নন’ বলে বার বার দাবি করেছেন সুস্মিতা।

মুদাসসার আজিজ : ক্যারিয়ারের প্রথম দিকে মুদাসসার আজিজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা। শোনা যায়, সুস্মিতার বড় মেয়ে রেনেকে স্নেহ করতেন মুদাসসার। কিন্তু সেই সম্পর্কও ভেঙে যায়।

ইমতিয়াজ খাতরি : ব্যবসায়ী ইমতিয়াজ খাতরির সঙ্গেও একসময় সম্পর্ক ছিল সুস্মিতা সেনের।

মানব মেনন : সুস্মিতা সেনের সঙ্গে মানবের সম্পর্ক নিয়েও একসময় জল্পনা ছড়ায়। কিন্তু ওই সম্পর্কও এগোয়নি বেশি দূর।

সঞ্জয় নারাং : হোটেল ব্যবসায়ী সঞ্জয় নারাংয়ের সঙ্গে বলিউড অভিনেত্রী সুস্মিতার সম্পর্ক ছিল বলে এক সময় গুঞ্জন ছড়ায়। কিন্তু, বিয়ের প্রস্তাবে শেষ পর্যন্ত রাজি হননি সুস্মিতা। ফলে সঞ্জয়ের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায় বলে গুঞ্জন রয়েছে।

সাবির ভাটিয়া : হটমেল ডটকম এর প্রধান সাবির ভাটিয়ার সঙ্গেও নাকি সম্পর্ক ছিল সুস্মিতার। ওই সময় সাবির সাড়ে ১০ ক্যারেটের একটি হীরার আংটিও সুস্মিতাকে পরিয়েছিলেন বলে শোনা যায়।

বান্টি সচদেব : বান্টি সচদেবের সঙ্গেও সম্পর্ক ছিল সুস্মিতার। তবে গুঞ্জন রয়েছে, সুস্মিতার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই বান্টি নাকি নেহা ধুপিয়া ও দিয়া মির্জার সঙ্গেও ডেট করেছেন।

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৮ ৫:৫২ অপরাহ্ণ