১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৯

রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাদের বিরুদ্ধে ২১ আগস্ট হামলার মামলার রায়ের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বিএনপি।

বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত মোড়ে বিএনপির সিনিয়র-যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে তারেক রহমানের সাজা বাতিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ অর্ধশত নেতাকর্মী মিছিলে অংশ নেন।

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৮ ১২:৪২ অপরাহ্ণ