১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৫

সালমানের সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন শিল্পা শেঠি

বলিউডে সালমান খান ও শিল্পা শেঠির মধ্যকার সম্পর্ক নিয়ে এক সময় কম জল ঘোলা হয়নি। তবে সেটা কেবল বন্ধুত্ব, নাকি প্রেম- জীবনের ৪৩ বছর পার করার পর এবার সেটার ব্যাখ্যা দিলেন শিল্পা শেঠি। একই সঙ্গে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন সম্পর্কে আরও নানা তথ্য প্রকাশ্যে এনেছেন নায়িকা।

সালমান খানের কথিত সম্পর্কের বিষয়ে শিল্পা শেঠি বলেন, তিনি এবং সামলান খুব ভালো বন্ধু। এছাড়া তাঁদের মধ্যে আর কোনও সম্পর্ক নেই। এমনকি তাঁরা কোনো দিন ডেটেও যাননি।

কারও প্রেমে পড়েছিলেন কি না? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার বন্ধুরা একটা ছেলের সঙ্গে বাজি ধরেছিল। বাজিতে জেতার জন্য ছেলেটি আমার সঙ্গে প্রেম করে। আমি সত্যিই ওকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু কিছুদিনের মধ্যেই আমাদের মধ্যে ব্রেক আপ হয়ে যায়। আর সত্যিটা জানার পরে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আমার মন ভেঙে গিয়েছিল

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৮ ১২:২০ অপরাহ্ণ