১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

নিজেকেই বিয়ে করলেন এই নারী!

মেধাবী শিক্ষার্থী ‌লুলু জেমাইমা। বাড়ি উগান্ডায়। কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ৩২ বছরের এই নারী এমন এক কাণ্ড করেছেন, যার ফলে চোখ কপালে উঠেছে সকলের। নিজেই নিজেকে বিয়ে করেছেন লুলু। তাও আবার গির্জায় গিয়ে, সমস্ত রীতি-নীতি মেনে। কেন এমন কাণ্ড করেছেন তিনি?‌ সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

লুলু বলেন, আমার বাবা এবং মা আমাকে বিয়ে করার জন্য খুব চাপ দিচ্ছিল। আমার যখন ১৬ বছর বয়স, তখন আমার বাবা একটি কাগজে লিখে দেন বিয়ের আসরে আমার কী বলা উচিত। তারপরে থেকে আমার প্রতিবারের জন্মদিনে আমাকে একই কথা জিজ্ঞাসা করা হয় যে আমি কবে বিয়ে করব?‌ এদিকে আমি এখনও পড়াশোনা করতে চাই। বিয়ে করার কোনও ইচ্ছে আমার নেই।

নকল বিয়ের এই আসরে কনের মতো সেজেগুজে এসেছিলেন লুলু। পরে ছিলেন কনের সাদা গাউন। যাজকের সামনে বিয়ের শপথও নেন। তবে এই বিয়েতে লুলুর অনেক আত্মীয় এবং বন্ধু হাজির ছিলেন। কিন্তু যাদের চাপে পড়ে এই অভিনব পদক্ষেপ করলেন লুলু, সেই বাবা এবং মা উপস্থিত ছিলেন না।

প্রকাশ :অক্টোবর ১১, ২০১৮ ১১:৩৭ পূর্বাহ্ণ