১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

মাদারীপুরে বিএনপির ৪ নেতাকর্মী আটক

মাদারীপুরে জেলা প্রশাসক কার্যালয়ের ভিতরে আজ সকালে জেলার সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহানসহ বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে বাধা দেয় পুলিশ। এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ৪ জনকে আটক করে পুলিশ।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাড. জামিনুর হোসেন মিঠু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. জাফর আলী মিয়া, পৌর বিএনপি’র সভাপতি এ্যাড. শরীফ মো. সাইফুল কবির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. গোলজার আহম্মেদ চিশতী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মহসীন মোড়ল, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। বিক্ষোভ সমাবেশ পুলিশের বিনা অনুমুতিতে জেলা প্রশাসকের বাউন্ডারির ভিতরে করার কারণে ৪ জনকে আটক কর হয়। আটককৃতরা হল- মাদারীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. জামিলুর রহমান মিঠু , স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদত, হোসেন, শাহিন চৌকিদার, ছাইদুল।

প্রকাশ :অক্টোবর ১০, ২০১৮ ৪:০৫ অপরাহ্ণ