যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মাইকেল’। মেক্সিকো উপসাগর থেকে আসা এই ঘূর্ণিঝড়ের আঘাতে প্রচন্ড বৃষ্টি, ভূমিধস এবং বন্যা দেখা দিতে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন। আজ বুধবার যে কোনো সময় ঝড়টি আঘাত হানতে পারে।
১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। উপকূলীয় এলাকা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে। ফলে রাজ্যের ২০টি কাউন্টির উপকূলীয় এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। গতকাল ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। -রয়টার্স
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

