১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৫

নাদিমসহ হংকংয়ের তিন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

সদ্য সমাপ্ত এশিয়া কাপে খেলে এসেছেন হংকংয়ের নাদিম আহমেদ। তার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ দায়ের করেছে আইসিসি। নাদিমের পাশাপাশি হংকং এর আরও দুই ক্রিকেটার নাদিমের ভাই ইরফান আহমেদ ও হাসিব আমজাদ এর বিপক্ষেও একই অভিযোগ ওঠেছে।

তিন ক্রিকেটারই পাকিস্তান বংশাদ্ভূত। তবে এশিয়া কাপে নয়, ২০১৪ ও ২০১৬ সালের বেশ কয়েকটি ম্যাচ গড়াপেটার অভিযোগ এনেছে তিন জনের বিরুদ্ধে। দু’বছর আগেই গড়াপেটার অভিযোগে নির্বাসিত হয়েছেন ইরফান। জ়িম্বাবুয়ের বিরুদ্ধে ২০১৪ সালের একটি ম্যাচে ঘুষ নেয়ারও অভিযোগ রয়েছে ইরফানের বিরুদ্ধে।

এবার নাদিম ও হাসিবের বিরুদ্ধেও ২০১৪ জানুয়ারিতে স্কটল্যান্ড ও কানাডার বিরুদ্ধে একই অভিযোগ ওঠল। পাঁচটি ধারায় অভিযুক্ত হয়েছেন তারা। আগামী দুই সপ্তাহের মধ্যে নাদিম ও হাসিবকে উত্তর দিতে বলেছে আইসিসি।

প্রকাশ :অক্টোবর ৯, ২০১৮ ৫:১০ অপরাহ্ণ