১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

নওগাঁর পত্নীতলা উপজেলার পুঁইয়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর মহাদেবপুর উপজেলার চক দৌলতপুর গ্রামের আফছার মন্ডলের ছেলে আব্দুস ছালাম ( ৪৫), আব্দুস সালামের ছেলে তৌফিক ইসলাম (২৭) এবং পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার আহাদ আলীর ছেলে রনি ইসলাম (২৪)।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বলেন, বেলা ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে পত্নীতলা থেকে মহাদেবপুর যাচ্ছিলেন তারা। পুঁইয়া নামক স্থানে মহাদেবপুর থেকে পত্নীতলাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আরোহীরা।

ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

প্রকাশ :অক্টোবর ৯, ২০১৮ ৩:১৯ অপরাহ্ণ