একাদশ সংসদ নির্বাচনে বিরোধী জোটের জন্য ৩০০ আসন বণ্টনের রূপরেখা দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী। এর মধ্যে বিএনপিকে ১৫০ এবং যুক্তফ্রন্ট ও অন্যান্য দলকে ১২০ আসন দেওয়ার প্রস্তাব করেছেন তিনি। এ ছাড়া সুশীল সমাজকে ১০ আসন এবং জামায়াত ছাড়া বিএনপি জোটের অন্যান্য শরিকদের ২০ আসন দিতে চান সাবেক এই রাষ্ট্রপতি।
সম্প্রতি বি. চৌধুরীর এই আসন বণ্টনের লিখিত প্রস্তাব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘এ ধরনের প্রস্তাব যুক্তিযুক্ত নয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার আগে দেশের চলমান সংকট উত্তরণে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। তিনি সেখানে বি. চৌধুরী ও ড. কামালসহ অন্যদের আহ্বান জানিয়েছিলেন। খালেদা জিয়া কারাবন্দি থাকাকে দুর্বলতা ভাবলে ভুল হবে।’
তবে এ বিষয়ে জাতীয় ঐক্য প্রক্রিয়ার অন্যতম নেতা সুলতান মনসুর বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সুরক্ষা। সে ক্ষেত্রে আমাদের কোনো শর্ত নেই।