নিজেকে ক্রিকেটের ‘ডন’ হিসেবে আখ্যায়িত করলেন পাকিস্তানের সাবেক পেস বোলার শোয়েব আক্তার। সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে এমন মন্তব্য করেন।
টুইটারে তিনি বলেন, তারা আমাকে ক্রিকেটের ডন বলে, কাউকে কষ্ট দিতে কখনোই পছন্দ ছিল না। কিন্তু আমি অবশ্যই বলব, আমি যখন খেলেছি আমার দেশকে ভালবেসে খেলেছি বিশ্বের জন্য খেলেছি।
এমন মন্তব্যে ক্রিকেট ভক্তদের কড়া সমালোচনার শিকার হন পাকিস্তানি এ ফাস্ট বোলার।
কেউ লিখেন, আপনি শচীনের মাইরগুলো কেমন করে ভুলে গেলেন। আবার কেউ ব্যঙ্গ করে লিখেছেন, ও আপনারা তো এবার এশিয়া কাপ জিতেছেন।
অনেকে তার পোষ্টে ভিডিও শেয়ার করেন। যেখানে শোয়েব আক্তারের বল বেধরক পিটিয়ে ৪/৬ নিচ্ছেন শচীন টেন্ডুলকার।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

