ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্প ও সুনামির এক সপ্তাহ পর প্রায় পাঁচ হাজার বাসিন্দা নিখোঁজ রয়েছে। এই ধ্বংসযজ্ঞে এখন পর্যন্ত এক হাজার ৯৪৪ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, মৃতের সংখ্যা তিনগুণ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুটোপো পুরোও নুগ্রোহো রোববার এএফপিকে বলেন, ‘পেটোবো ও বেলারোয়ার স্থানীয় প্রধানরা জানান যে, প্রায় পাঁচ হাজার নাগরিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা ওসব এলাকায় নিখোঁজের সঠিক সংখ্যা জানা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এদিকে আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই ত্রাণ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় দুলাখ বাসিন্দা আশ্রয় নিয়েছে বলে প্রতিবেদনে আরও বলা হয়েছে। সেখানে রেড ক্রস সংস্থার ১৮০০ কর্মী মিলে চিকিৎসা সেবা দিচ্ছেন।
গত ২৮ সেপ্টেম্বর ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প ও ঘণ্টায় ৮০০ কিলোমিটার বেগে ছয় মিটার উচ্চতার ওই সুনামিতে দেশটির ৭০ হাজারেরও বেশি বাড়ি-ঘর ধ্বংস হয়েছে।