১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৮

প্রতিবন্ধী কোটা বহালের দাবিতে শাহবাগে প্রতিবন্ধীদের অবস্থান

সরকারি চাকরিতে পাঁচ ভাগ প্রতিবন্ধী কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধীরা। আজ দুপুর দেড়টার দিকে শাহবাগ মোড়ে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী অংশ এতে নেয়।

পরিষদের আহ্বায়ক আলী হোসাইন বলেন, আমাদের পাঁচ শতাংশ কোটা পুনর্বহাল দাবি করছি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি পালন করে যাবো।

এদিকে ৩০ ভাগ কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধার সন্তানেরা অবরোধ কর্মসূচি ঘোষণা করলেও ওই মোড়ে তাদের কাউকে দেখা যায়নি।

প্রকাশ :অক্টোবর ৭, ২০১৮ ৩:১০ অপরাহ্ণ