১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫০

জাম খেয়ে শত শত পাখির মাতলামি

যুক্তরাষ্ট্রের মিনেসোটার গিলবার্ট অঞ্চলে তুলনামূলকভাবে পাখির সংখ্যাটা একটু বেশি। শহরের এই পাখি নিয়ে স্থানীয়দের মধ্যে ভালো ধারণা থাকলেও এবছর বেশ বিড়ম্বনায় রয়েছেন তারা। রাস্তায় গাড়ি নিয়ে বের হলেই গাড়ির সামনে এসে পড়ছে রবিন ও সিডার ওয়াক্সউইংস পাখিরা।

মাতাল পাখিরা বেসামাল হয়ে গাড়ির সামনে এসে উড়ে পড়ছে। কখনোও বাড়ির দরজায় গিয়ে ধাক্কা খাচ্ছে, কখনো গাড়ির সামনের কাচে ধাক্কা খেয়ে মারা যাচ্ছে। নিজের গাড়িতে এভাবে নিরীহ পাখিদের মৃত্যুর বিষয়টি অনেককেই মর্মাহত করছে। আবার পাখিদের কারণে অনেক সময় ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ করছেন স্থানীয়রা।

কিন্তু এ অভিযোগকারীদের উদ্দেশে পুলিশের বক্তব্য, এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। পুলিশে অভিযোগ করারও প্রয়োজন নেই। কিছু দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর নির্দিষ্ট সময়ের আগে তুষার পড়েছে। আর আগাম তুষার পড়ার কারণে বেরি (জাম) জাতীয় এক ধরনের ফল পচে ফার্মেন্টেশন হচ্ছে। ঐ ফলে থাকা ইথানলের কারণে পাখিরা মাতাল হচ্ছে। তবে বেশিরভাগ পাখি এই ইথানলের প্রভাব সহ্য করতে না পেরে মারা যাচ্ছে। -হাফিংটন পোস্ট

প্রকাশ :অক্টোবর ৭, ২০১৮ ১০:৫৫ পূর্বাহ্ণ