নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিবন্ধনের দাবি জানিয়েছে মানবতাভিত্তিক নতুন রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। দলের নেতারা অভিযোগ করেন, সকল শর্ত পূরণ করা সত্ত্বেও ইসি কোনো কারণ ছাড়াই তাদের নিবন্ধন দিচ্ছে না।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানায় দলটি।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন। লিখিত বক্তব্য দেন দলের মহাসচিব শেখ রায়হান রাহবার।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী, অধ্যাপক ড. এহসানুল হাদী ও এডভোকেট আবু তৌহিদ ভুঁইয়া প্রিন্স প্রমুখ।
দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত দেশ ও মানবতার স্বার্থে ইনসানিয়াত বিপ্লবের নিবন্ধন দেয়ার আবেদন জানান। তিনি বলেন, রাজনৈতিক দর্শনে নতুন ধ্যানধারণা রুদ্ধ হলে জীবনের গতিশীলতা ও মানবতার বিকাশ রুদ্ধ হয়। জনসমর্থন ও কর্মসূচি থাকা সত্ত্বেও সক্রিয় রাজনৈতিক দলকে নিবন্ধন না দিলে জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয় বলেও জানান তিনি।
নির্বচনের তফসিল ঘোষণার আগে ইনসানিয়াত বিপ্লবের নিবন্ধনের আদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
দলের মহাসচিব শেখ রায়হান রাহবার বলেন, ইনসানিয়াত বিপ্লব যেকোনো ধর্মীয় সাম্প্রদায়িকতা, উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরোধী। একইভাবে উগ্র জাতীয়তাবাদকে মানবতাবিরোধী বলে মনে করেন তারা। তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধকে মানবতার পক্ষে একটি গৌরবময় সংগ্রাম বলে আমরা মনে করি। মুক্তিযোদ্ধারা মানবতার পক্ষে লড়াই করে জীবন দিয়েছেন।
দলটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান শেখ রায়হান রাহবার।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

