১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৫

বেনাপোলে যাত্রীর পায়ুপথে ১২ স্বর্ণবার

অপরাধ ডেস্ক:
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় শহিদুল্লাহ (৩০) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে ১২টি স্বর্ণের বারসহ আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। আজ বেলা ১১টায় ওই যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে পায়ু পথে এক কেজি ২শ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকার আবতার উদ্দীনের ছেলে।

কাস্টমস সূত্রে জানা যায়, ওই যাত্রী তার পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় গতিবিধি দেখে সন্দেহ হয় কাস্টমস সদস্যদের। পরে ভারতে প্রবেশের আগ মুহূর্তে ওই যাত্রীর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়।

এসময় প্রথমে তিনি শরীরে স্বর্ণবার বহনের বিষয়টি অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদে তার শরীরে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। এসময় তার পায়ুপথ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার দর প্রায় ৬০ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দের প্রস্তুতি চলছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৮ ১:১২ অপরাহ্ণ