১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪৫
সাভারের চামড়াশিল্প নগরীতে বুধবার ভোরে একটি ট্যানারি কারখানা আগুনে পুড়ে গেছে।

সাভারে ট্যানারি কারখানায় আগুন

সাভার প্রতিনিধি:
সাভারের চামড়াশিল্প নগরীতে একটি ট্যানারি কারখানা আগুনে পুড়ে গেছে।

বুধবার ভোরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্পনগরীর দি কুমিল্লা ট্যানারিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ট্যানারির শ্রমিকরা জানান, ভোর রাতে দি কুমিল্লা ট্যানারির চতুর্থ তলার ভবনের তৃতীয় তলায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূতের মধ্যে তৃতীয় তলার পুরো ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওই কারখানার ট্যানারি তৈরির তিনটি মেশিন ও পাঁচ কোটি টাকার লেদার পুড়ে যায়।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কুমিল্লা ট্যানারির ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান বলেন, আগুনে প্রায় পাঁচ কোটি টাকার চামড়া পুড়ে গেছে।

তবে ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে বলে জানানো হয়।

এ বিষয় সাভার মডেল থানায় একটি জিডি করা হয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি আবদুল আউয়াল।

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৮ ১২:৪২ অপরাহ্ণ