২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৪৯

তিন মামলায় মওদুদ-সানাউল্লাহর আগাম জামিন

আদালত প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও দলটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে পৃথক তিন মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার তারা স্বশরীরে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারপতি এমএ হাফিজ ও কাশেফা হোসেনের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।

মওদুদ আহমদ ও সানাউল্লাহ মিয়ার পক্ষের আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এহসানুর রহমান বলেন, ‘তিনটি মামলার মধ্যে দুটি মামলা দায়ের হয় সানাউল্লাহর মিয়ার বিরুদ্ধে। গত ২০ সেপ্টেম্বর খিলগাঁও থানা পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।’

এ ছাড়া গত ১ অক্টোবর মওদুদ আহমদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেন। এসব মামলায় তাদের বিরুদ্ধে নাশকতা, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

আদালতে চার্জশিট দাখিল না করা পর্যন্ত এ তিন মামলায় হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করেছেন বলেও জানান ওই আইনজীবী।

প্রকাশ :অক্টোবর ২, ২০১৮ ২:১২ অপরাহ্ণ