১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৯

ইন্দোনেশিয়ায় দু’দফায় ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক:
চার দিন আগে সুনামিতে ব্যাপক হতাহতের পর ফের ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। দেশটির সাম্বা দ্বীপের দক্ষিণ উপকূলে মঙ্গলবার সকালে পর পর দু’বার ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্প দু’টির মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯ ও ৬। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে।

সংস্থাটি জানায়, ভূ-পৃষ্ঠের স্বল্প গভীরে প্রথম দফার মাঝারি মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্র ১৫ মিনিট পর একই এলাকায় ভূ-পৃষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে দ্বিতীয় দফার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। দ্বীপটির মোট জনসংখ্যা প্রায় সাড়ে ৭ লাখ। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

সাম্বা দ্বীপ সুলাওয়েসি দ্বীপের প্রায় এক হাজার ৬শ’ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। গত শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে দ্বীপটিতে ৮শ’র বেশি লোক প্রাণ হারায়।

প্রকাশ :অক্টোবর ২, ২০১৮ ১:৪৫ অপরাহ্ণ