ধর্ম ডেস্ক:
নুরা আল-ওয়ারদাত। অনুপ্রেরণা লাভের এক অনন্য নাম। যিনি পড়া-লেখা না জানা সত্ত্বেও ৭৪ বছর বয়সে পবিত্র কুরআনুল কারিম হেফজ করতে সক্ষম হয়েছেন।
৭৪ বছর বয়সে পবিত্র কুরআনুল কারিম হেফজ সম্পন্ন করে বৃদ্ধা নুরা আল-ওয়ারদাত তার শৈশবের ইচ্ছা পূরণ করেছেন। ৬০ বছর ধরে অন্তরে লালিত স্বপ্ন ১৪ বছরের নিরলস প্রচেষ্টায় পূরণ করেছেন।
জর্ডানের অধিবাসী নুরা আল-ওয়ারদাত ১৬ বছর আগে প্রথমবারের মতো ইরবিদ প্রদেশের ‘আমরাভাত’ নামক একটি কুরআন হেফজ কেন্দ্রে কুরআন হেফজের প্রচেষ্টা শুরু করেন।
‘আমরাভাত কুরআন হেফজ কেন্দ্রে আরবি শেখার বিভিন্ন স্তর পেরিয়ে কুরআন হেফজের অনুমতি পান এবং ৪বার কুরআন খতম করেন।
অতঃপর ১৪ বছরের নিরলস চেষ্টায় ৬০ বছরের লালিত স্বপ্ন পবিত্র কুরআনুল কারিম হেফজ সম্পন্ন করেন।
নুরা আল-ওয়ারদাত কুরআন হেফজ সম্পন্ন করতে নিজের ইচ্ছা শক্তিতে হতাশা বা নিরাশাকে স্থান দেননি। যার ফলে তিনি কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
নুরা আল-ওয়ারদাত নিরক্ষর তথা লিখতে পড়তে না জানা মানুষের জন্য কুরআনের শিক্ষা গ্রহণের অনুপম দৃষ্টান্ত। ভালো কাজের ইচ্ছা শক্তি থাকলে হতাশা মানুষকে কোনো ভালো কাজে নিবৃত করতে পারে না।
মুসলিম উম্মাহর কুরআন পড়তে না পারা লোকদেরকে কুরআন পড়ার ইচ্ছা শক্তি দান করুন। নুরা আল-ওয়ারদাতকে আনুপ্রেরণা হিসেবে গ্রহণ করার তাওফিক দান করুন। আমিন।