১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

পাকিস্তানকে হারাল যুবা টাইগাররা

ক্রীড়া ডেস্ক:
যুব এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে হেরে একটা আঘাতই পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানকে হারিয়ে তার শোধ তুললো যুবা টাইগাররা। সোমবার চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

এই জয় দিয়ে এশিয়া কাপের যুব আসরে সেমিফাইনালের পথে এগিয়ে গেলে বাংলাদেশ। অবশ্য প্রথম ম্যাচে হারায় হিসেব-নিকেষ আছে বাংলাদেশের সামনে। সামনের ম্যাচে একই ভেন্যুতে নবাগত হংকংকে হারাতে হবে বড় ব্যবধানে। এছাড়া ওপর ম্যাচে এমএ আজিজ স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে লংকানদেরও জয় পেতে হবে। তাহলে আর কোন সমীকরণের মারপ্যাচ থাকবে না। আর লংকানদের বিপক্ষে পাকিস্তান জিতে গেলে রানরেটের হিসাবে বাংলাদেশ ও পাকিস্তানের যে দল এগিয়ে থাকবে- তারাই পা রাখবে সেমিতে।

বাংলাদেশ দল তাই পাকিস্তানকে হারিয়ে আনন্দে ভাসছে না। বরং দেশের মাটিতে তারা লক্ষ্যর দিকে চোখ রাখছে। আর তাই হংকংকে বড় ব্যবধানে হারানোর চিন্তা বাংলাদেশ যুবা দলপতি তৌহিদ হৃদয়ের মাথায়।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল প্রথমে টস জিতে ব্যাটে পাঠায় পাকিস্তানকে। বাংলাদেশ বোলাররা পাকিস্তানকে ১৮৭ রানে আটকে দেয়। পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব ও ওয়াকার আহমদ ছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি যুবা টাইগারদের সামনে। বাংলাদেশের হয়ে রিশাদ ৩ উইকেট এবং শরিফুল ২ উইকেট নিয়ে গুড়িয়ে দেয় প্রতিপক্ষকে।

এরপর ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারায় বাংলাদেশ। এরমধ্যে চতুর্থ উইকেট জুটিতে আসে ৯৭ রান। যুবাদের হয়ে প্রান্তিক ৫৮ রানে আউট হন। এছাড়া শামীম ৬৫ রানে ইনজুরির নিয়ে মাঠ ছাড়েন। তবে জয় পেতে অসুবিধা হয়নি বাংলাদেশের। হাতে ১৬ বল রেখে পৌছে যায় লক্ষ্যে। ম্যাচ সেরার পুরস্কার পান ইনজুরি আক্রান্ত শামীম। আগামী ম্যাচে তার খেলার সম্ভবনাও কম।

প্রকাশ :অক্টোবর ২, ২০১৮ ১১:০৭ পূর্বাহ্ণ