আন্তর্জাতিক ডেস্ক:
ক্যান্সারের চিকিত্সায় নতুন পদ্ধতির আবিষ্কারের জন্য এ বছর চিকিৎসায় যৌথভাবে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্র ও জাপানের দু’জন বিজ্ঞানী। খবর সিএনএন ও মেডিকেল এক্সপ্রেসের
সোমবার সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানের নোবেল জয়ী হিসেবে যুক্তরাষ্ট্রের জেমস পি অ্যালিসন ও জাপানের তাসুকু হনজো’র নাম ঘোষণা করে।
নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, ক্যান্সারের চিকিৎসায় এ দুজনের যৌথ গবেষণা একটি উল্লেখযোগ্য সাফল্য।
টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালিসন এবং কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাসুকু তাদের গবেষণার জন্য ২০০৪ সালে এশিয়ার নোবেল হিসেবে পরিচিত ‘ট্যাং প্রাইজ’ জিতেছিলেন।
আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে। নোবেল পুরস্কারের প্রায় ৯০ লাখ সুইডিশ ক্রোনার এই দুই বিজ্ঞানী ভাগ করে নেবেন।